আবহমান ঋতুর পরিক্রমায় বসন্ত আসে -
আবার চলেও যায় কালের বিবর্তনে।
বৃক্ষকূল ফিরে পায় হারানো যৌবন!
কৃষ্ণচূড়া সিঁদুরের রঙে রাঙায় তার অবয়ব।
পশ্চিমা দেশ হতে আসা অতিথিরা -
ফিরতে শুরু করে তাদের আপনালয়ে।
কোকিলের সু-মধুর কণ্ঠস্বর -
সবার মনে প্রেমের সঞ্চার করে।
প্রেম, আজ স্বার্থের শিকলে বন্ধী!
অপার সৌন্দর্যে পরিপূর্ণ পৃথিবীটাকে
স্বার্থপর করে তুলেছি আমরা'ই।
সত্যিকারের ভালোবাসা আজ পশ্চিমাকাশে নিমজ্জিত!
সদ্যফোঁটা ফুলের থেকে মধু আহরণের জন্য-
ব্যস্ত হয়ে পড়ে মৌমাছিগুলো।
সম্ভোগ করতে গিয়ে ঝাঁজরা করে দেয় তার পাপড়ি!
বৃথা হয় ফুলেদের আত্মবিলাপ।
পূজারীগন সেই ফুলকে উপেক্ষা করে,
ভালোবেসে কোনো দেবতা- তাদের চরণে ঠাঁই দেয়না!
বুকের ভিতর অভিমান নিয়ে-
সেই ফুল মাটিতে ঝরে পড়ে একদিন!
পূজারীদের শব্দের যাঁতাকলে পিষ্ট হতে হতে
তার অস্তিত্ব হারিয়ে যায় মাটির গর্ভে।