জানতে ইচ্ছা করে
প্রণয় আচার্য্য
--------------------
সৃষ্টি তরে এই জগতে
মানুষ সবাই সমান।
কেন তবে এত বিভেদ
হিন্দু- মুসলমান?
কেউ পড়েন নামায আবার
রাখেন একমাস রোজা।
কেউবা করেন সন্ধ্যা কীর্তণ
আবার করেন পূজা।
কেউবা মানেন কোরআন আবার
কেউবা মানেন বেদ।
কিসের কারণে মানুষে মানুষে
আজ এত মতোভেদ?
জানতে আমার ইচ্ছে করে
ধর্ম জ্ঞানীর কাছে।
অন্য ধর্মের মানুষের কি
পৃথক কিছু আছে?
তার কি আমার থেকে
কোন অঙ্গ বেশী?
আমার মত তারও আছে
একি রকম পেশী।
দেখতে যদি হই একই রকম
বিভেদ কিছুই নাই
তবে সবাই করছি কেন
ধর্ম নিয়ে লড়াই?
ধর্ম যদি হয় মানুষের তৈরি
স্রষ্টার হাত নেই তাতে।
মানুষই মানুষের কেন রক্ত ঝরিয়ে
উল্লাসে উঠেন মেতে?
আমার প্রশ্নের উত্তর গুলো
দেবে কে এখন?
উত্তর পেতে প্রতিক্ষায় আছে
আমার অবুঝ মন।