গীতি কাব্য
জমিদার
প্রণয় আচার্য্য
--------------------------------
জমিদার তার ইচ্ছে মত
করতে যে দেয় জমিন চাষ।
সে জমিতে মনের মতন
ফসল হয়না বারমাস।
তবু সময় শেষে, ফসল এলে
খাজনা চেয়ে দূত পাঠায়
খাজনা দিয়ে আমি বসে
একাই করি হায়হুতাশ।
না দিয়ে কোন খাজনা
যায়নাতো ওরে বাঁচা।
প্রহরী দিয়ে ধরে নিয়ে
দেবে কঠিন সাজা।
জমিদারের হাত থেকে ভাই
কবে পাবো নিস্তার?
বিজয় ছিনিয়ে আনবে এমন
কে দিবে এই আশ্বাস।
জমিদারের অত্যাচারে
অতিষ্ঠ এই জনতা।
প্রতিবাদী মানুষ গুলো
কবে গড়বে একতা?
সে দিন তো খুব দূরে নয় ভাই
আসছে কাছে সুদিন।
অত্যাচারী জমিদারের
শুধবো এবার সকল ঋণ।।।