কে বলেছে
প্রণয় আচার্য্য
----------------------------------
কে বলেছে পড়তে আমায় কে বলেছে লিখতে?
কে বলেছে সারাজীবন সবার থেকে শিখতে?
কে বলেছে ছেলেবেলায় অ আ ক খ পড়তে?
কে বলেছে জ্ঞানের আলোয় জীবনটাকে গড়তে?
কে বলেছে সারাজীবন সঠিক পথে চলতে?
কে বলেছে বিপদ এলেও সত্য কথা বলতে?
কে বলেছে হিংসেটাকে দূরে ঢেলে রাখতে?
কে বলেছে বিপদ এলে ধৈর্য ধরে থাকতে?
কে বলেছে জেদের বশে কোনো কাজ না করতে?
কে বলেছে লোভী মনকে চাপা দিয়ে ধরতে?
কে বলেছে সময়টাকে মূল্য দিয়ে চলতে?
কে বলেছে আঘাত পেলেও কখনো না টলতে?
কে বলেছে বিনা দোষে কাউকে না মারতে?
কে বলেছে তর্ক করা হবে আমায় ছাড়তে?
কে বলেছে দুঃখ পেলে মিষ্টি হাসি হাসতে?
কে বলেছে সমান চোখে সবই ভালোবাসতে?
কে বলেছে সবার আগে জীবনটাকে জানতে?
কে বলেছে দুঃখটাকে নিজের বলে মানতে?
কে বলেছে পরনিন্দা কখনো না করতে?
কে বলেছে জ্ঞানিজনের বাণীগুলো পড়তে?
কে বলেছে নিজের হাতে চোখেরই জল মুছতে?
কে বলেছে নিজের চেষ্টায় সকল গ্লানি ঘুচতে?
যে বলেছে তাকে আমি হাজার সালাম জানাই
তার কারণে জীবনে আজ বাজলো সুখের সাঁনাই।