আমাদের কারো মনে নেই কোনো শান্তি
জড় হয়ে আছে যেন জড়তা ও ক্লান্তি।
তেলে চুলে তেল দেয়া আমাদের কর্ম
লোপ পেয়ে গেছে আজ মানবতা ধর্ম!
সভা ও সমাবেশের নেই কোনো জুড়ি
ক্ষমতাটা হাতে পেলে চলে বাহাদুরি।
তাই এতো হানাহানি দিন-রাত চলে
স্লোগানে স্লোগানে তাই হাঁটে দলে দলে।
মরে মরুক জনতা পায়ে চাপা পড়ে
লাভ নেই জেনে কার চাল নেই ঘরে।
ক্ষমতার গদিটার খুব বেশি লোভ
সাধারণ জনতার মনে জমে ক্ষোভ।
এক-এক করে দিন চলে যায় কত
তবুও সারে না কারো বুকে জমা ক্ষত!
জনতার রোষানল যবে হেসে উঠবে
ক্ষমতার গদি ছেড়ে প্রাণ-ভয়ে ছুটবে।