কী চাও আমার কাছে?সামান্যটুকু সময়।
সময় দিয়ে কী হবে?ফের ত ফিরতেই হবে!
চলে ত তুমি যাবেই,কোন ভরসায় থাকবে বলো?
যে ভরসায় শূন্যের উপরে বাসা বানায় বাবুই পাখি
কিন্তু আমি ত শিল্পী নই,তার মতন।
আমি জানি তুমি কবি, কবিতার চাষ করো হৃদ জমিনে
শব্দের পর শব্দ বসিয়ে গড়ে তুলো কবিতার শরীর।
ক'জনে আর সে শরীরের স্পর্শ পায়?
যারা পায় তারা তোমার মতোই ভাবুক।
আমার মতো! তারা ভাবুক নয়, দার্শনিক।
দর্শন যদি না থাকে, তবে অন্যের ভাবনা বুঝতে পারা-
সাগর সেঁচে সুঁই কুড়ানোর মতো।
ঠিক যেন আমার মতো।
তোমার মতন! তুমি কি দার্শনিক নও?
যদি তাই হতাম তাহলে ত তোমাকে চিনতে পারতাম,
জানতে পারতাম তুমি আসলে কী চাও।
যদি জানতাম, তবে ত আমি দার্শনিক হতাম।
তবে কী কবিরা দার্শনিক নয়?
সেটা কয়জনে বোঝে?
যদি বুঝতো তবে কী লোকে পাগল বলতো?


সত্যিই তুমি একটা --------------।