আগের থেকে অনেক বেশি বদলে গেছি আমি
নিজের কথা বলতে গেলে দীর্ঘশ্বাসে থামি।
কারোর সাথে হয় না কথা আগের মতো রোজ
আমিও আজ নিই না কারো তেমন কোনো খোঁজ।
নিজেকে আজ অন্ধকারে ডুবিয়ে রাখি নিজে
কষ্টগুলো গড়িয়ে পড়ে চোখের পাতা ভিজে
দিন যে কাটে কাজের মাঝে রাত্রি কাটে জেগে
সুখপাখিটা আমায় ছেড়ে গিয়েছে আজ ভেগে।
সুখের দিনে আমার পাশে ছিল হাজার মুখ
দুখের দিনে নেইতো কেউ কষ্টে ভাসে বুক।
আমার কাছে যখন যারা চেয়েছে কিছু নিতে
কার্পণ্য করিনি আমি তাদের কভু দিতে।
সাধ্যমতো দিয়েছি সব দু'হাত ভরে তুলে
সবাই দেখি সেসব কথা গিয়েছে আজ ভুলে!
কষ্টটা যে কতটা ভারী বুঝতে পাবে খুব
যখন দেবে আমার মতো দুখ সাগরে ডুব।