একটি কবিতা লিখবো নির্বাসিতদের জন্য
নিরাশ হইও না তুমি তুমিও থাকবে এখানে
স্বর্ণের সিংহাসনটা তোমার আসন হবে
যাদের জন্য এ লেখা তারা পিঁপড়ের মতো-
তোমার পদতলেই থাকবে।
কিসের ভয় তোমার! মুখোশ উন্মোচনের?
প্রকাশ না হলেও যে এটা সকলেই জানে।
সুতরাং ভয় নেই, কিছু হবে না তোমার।
খোশমেজাজে দিব্যি থাকবে ঠিক যেমন রয়েছ।
শাসনের অন্তরালে যতো খুশী রক্ত খাও
কেউ চিৎকার করবে না, জানাবে না প্রতিবাদ।
যাদের হাঁড়ি চড়ে না, খাবার থাকে না পেটে
তারা তুরুপের তাস, আড়াই চালের ঘোড়া
চাল-চুলোহীন এক সাজানো দাবার গুটি।
কিসের দাম তাদের! তারা তো শুধু ভোটার।
হ্যাঁ হ্যাঁ তাদের ঘাড়েই ভর করে তুমি আজ-
রাজ্যের রাজা হয়েছ।
তারা যেমন ছিলেন ঠিক তেমনই আছেন!


পরিবর্তন হয়েছে শুধু তোমার চেহারা।