মাদকের বিরুদ্ধে সরকার ঘোষণা করেছে যুদ্ধ
এতদিন পরে কেন আজ হয়েছে জানিনা ক্রুদ্ধ।
একাশিজন হয়েছে খুন দুদিনের ব্যবধানে
আজ দুশ্চিন্তার বলিরেখা দেখা দিল প্রতি প্রাণে!
প্রশাসন আগে থেকে জানতো কিভাবে মাদক আসলো
তবে কেন আজ এতো প্রাণ রক্তের স্রোতেতে ভাসলো?
চলে গেল এ পৃথিবী ছেড়ে কতগুলো তাজা প্রাণ
হত্যা করলেই কি হয়ে যাবে সবকিছুর সমাধান?
জড়িত রয়েছে যারা যারা এ সিন্ডিকেটের সাথে
প্রশাসন ধরছে না তাদের কেন জানি হাতেনাতে!
প্রশাসন যদি শুরু থেকে চালাতো এ অভিযান
এভাবে কি আর দিত তবে নিরীহ মানুষ প্রাণ?
খুন করা হয়েছে যাদের তারাই কি অপরাধী?
প্রমাণ পাইনি কিছুই তার, শুনেছি তারা আত্মঘাতী।
সত্যি যদি অপরাধী হয়, ধরছে না কেন পুলিশ
কেন তবে তাদের থেকেই মোটা টাকা ঘুষ নিস!
চট্টগ্রামের হাবিবুর যে খেটে খাওয়া এক কুলি
তবুও তাকে মরতে হয়েছে বুকে বিদ্ধ হয়ে গুলি!
এই অভিযানের বিরুদ্ধে কখনোই আমি নই
নিরীহরা যাতে না মরেন, শুধু সেকথাই কই।