নতুন করে নদীর বুকে দিলো পলির চর
এসো সবাই নতুন করে বাঁধবো তাতে ঘর।
নদীর জলে ভাসিয়ে তরী পাল'টা তুলি আয়
চর'টা দেখে সবাই যেন সুখের ছোঁয়া পায়।
চরের বুকে নতুন করে ফিরিয়ে দিই প্রাণ
বলতে পারে যেন সবাই এ আমাদের দান।
যদি আমরা এক'ই সাথে বৈঠা ধরি তবে
চরের বুকে ফুল ফোটাতে দেরি কি আর হবে।
নিজের মত যে যার কাজ করতে যদি পারি
তখন দেখো কারোর কাছে লাগবে না যে ভারী।
তাই তো এসো আগের মত আবার শুরু করি
শক্ত করে এসো সবাই হাল'টা আজ ধরি।