ঘাসগুলো হারিয়েছে তার স্বীয় রঙ
ধরিত্রীর বুকে শুধুই হলুদের ছড়াছড়ি।
লাল গোলাপের পাপড়ি ধূলোয় পতিত।
এই পৃথিবীর বুকে কেউ কারো নয়,
চঞ্চলতা গঙ্গার স্বভাবসীদ্ধ
তার স্রোতে ভেসে আসা বস্তুসমূহ বিশুদ্ধ।
কাটছে দিন, যাচ্ছে সময়, কমছে আয়ু, বাড়ছে ঋণ।
সময় এসেছে,অম্বুদের তরণী ধরে -
অম্বরের বুকে নিজেকে বিলীন করার।
অসহ্য যন্ত্রণার মাঝে বেঁচে আছি
প্রতিনিয়ত হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ!
দিনের আলোতেও মাঝে মাঝে নেমে আসে অন্ধকার।
মনে হয়, এইবুঝি নক্ষত্রগুলো ডাকছে আমায়।