শোষিত শ্রেণী
প্রণয় আচার্য্য
---------------------
ঘূণে ধরা সমাজের প্রতিটি স্তরে স্তরে
নিহিত রয়েছে শোষিত শ্রেণীর আত্মদান
নিজের শরীরের রক্তকে বিন্দু বিন্দু ঘামে পরিণত করে,গড়ে তোলেন বিশাল অট্টালিকা।
সমাজের বিবেক, তাদের শ্রমের ন্যায্য মূল্য দিতে জানেনা।


জীবন মৃত্যুর সন্ধিক্ষণে-
আহত চাতক পাখীর মতই বেঁচে থাকে।
নিজের মনের কষ্ট সযত্নে পুষে রাখে নিজের ভিতরে।
ইচ্ছে করলেও কাউকে  প্রকাশ করা যায়না।


সমাজের কীটেরা দিব্যি আলো বাতাসে ঘুরে বেড়ায়
মনের আনন্দে ছুটে চলে
গন্তব্যহীন অজানার খোঁজে।
শোষিত শ্রেণী -
নিরবে নিভৃতে  কেঁদে হারিয়ে যায়  অজানার দেশে।
তাদের অস্তিত্ব আকাশের নীলিমায় মিলেমিশে একাকার।