স্বপ্ন
প্রণয় আচার্য্য
অক্ষরবৃত্ত -১০+৮
-----------------------------------------------
দুচোখ আমার স্বপ্ন দেখে
নতুন এক দেশের
যেদেশে কেউ হবেনা বলি
অন্যায় কোন স্বার্থের।
অকালে তাদের হারাবেনা
মিছেমিছি তাজা প্রাণ
দেশ গড়ার জন্য সবাই
পাবে রাষ্ট্রীয় সন্মান।
খুনোখুনি আর মারামারি
করবেনা কখনো কেউ
দেশের মাঝে বইবে তখন
উন্নতির সব ঢেউ।
আমি স্বপ্ন দেখি আসবে ফিরে
ফেলে আসা সে সুদিন
সে দিনের কাছে আমাদের
রয়েছে অনেক ঋণ।
মিলেমিশে ছিলাম সবাই
একে অপরের সাথে
নিজে অভুক্ত থেকেও দিতো
খাবার অন্যের পাতে।
সেই দিনটাকে স্বপ্ন দেখি
আজ বেশি করে আমি
সে দিনটা যেন হয়ে গেছে
সোনার চেয়েও দামী।