নদীর বাঁকে জীবন পাঁকে পড়লে কভু হায়
সহায়তার জন্য প্রভু তোমায় ডেকে যায়।
সারাজীবন নোংরা ঘেঁটে গন্ধ গায়ে মেখে
আপনমনে চলে সবাই মুখোশে মুখ ঢেকে।
সত্যি কথা নোনতা লাগে শুনলে কারো মুখে
একজীবনে পারে না কেউ থাকতে মহাসুখে।
তবু মানুষ জোর খাটায় শক্ত করে পেশী
মিথ্যাটাকে ধর্ম মেনে কর্ম করে বেশী।
শেষ বয়সে হিসেব করে খাতা-কলম নিয়ে।
স্বর্গ মাঝে স্থান পাবেন কোন্ কর্ম দিয়ে।
মরার পরে স্বর্গে গিয়ে কাটাবে দিন বেশ
ভাবনাটাকে মনের মাঝে পুষেন অনিমেষ।
নয়তো সোজা স্বর্গ মাঝে মরার পরে থাকা
থাকতে হলে করতে হবে পূণ্য জমা রাখা
পাপের পথ ছাড়তে হবে চলতে হবে সোজা
স্বর্গ বুকে উড়াবে সব তখনই নিজ ধ্বজা।