এ জন্মে নাইবা হলো প্রেম প্রিয়
নাইবা হলো কথা
পরজনমে নাহয় এসো
আবার হবে দেখা।
অপলকে চেয়ে রবো,
মনে হবে  চিরচেনা।


এজন্মে নাইবা পেলাম তোমায় প্রিয়
নাইবা হলো কথা
পরজনমে এসো বাঁধিয়ে দেবো
তোমায় বিনুনি খোঁপা।


তারার টিপ পরাবো তোমায়
খোঁপায় বেলী ফুল
তুলনায় তুমি অতুলনীয় অনুপমা
কানে কনকলতার দুল।


নতমুখী হয়ে তুলবে আঁখি
মন ভরে যাবে দারুন আহা!
বলবো তোমায় গোপন কথা
এজন্মে যা হয়নি বলা।


কপলের কালো টিপ যেখানে
চুমু দেবো সেখানে হায়!
তোমার আমার বন্ধন হবে
বসন্তের ওই ফুলসজ্জায়।


আকাশ থেকে ঝরবে জোৎস্না
পুলক জাগবে হৃদয়ে তাই!
এই আসরে তোমার আমার
হারিয়ে যাবার নাইতো ভয়।


ফুলের সুবাস ভরবে তখন
বাতাস বইবে মৃদুমৃদু
এ জন্মের সকল স্বাদ
পরজনমের জন্য থাকুক শুধু?