এই যে তোমাকে ছেড়ে বহুদুরে আছি
তোমার কি মন খারাপ হয়না অমিতাভ?
জানো,আমার হয়।দেখো আর কোনো
যোগাযোগ নেই খোঁজ নেই
আমি তোমার নিউজফিড প্রতিদিন পাই
কিন্তু সেখানে আর আমাকে খুঁজে পাইনা
লাইক অথবা কমেন্ট করার সাহস হয়ে উঠেনা আর।


বলো কি করবো অমিতাভ!আমারোতো ইচ্ছে ছিলো
তোমাকে নিয়ে সারাজীবন পার করে দিতে
ইচ্ছে ছিলো তোমার সম্রাজ্যের শাসন আমি
মাথা পেতে নেবো।
হয়তো আমাদের রাজজোটক ভাগ্যে ছিলোনা।
তোমার জন্য কত ওয়েট করলাম,
বাবাকে বোঝানোর মত একটা চাকুরি জোগাড় করতে পারলেনা অমিতাভ।


অনার্স সেকেন্ড ইয়ার থেকেই বাবা আমার জন্য ছেলে খুঁজচ্ছিলো
কত অজুহাত দেখিয়ে বাবাকে আটকিয়েছি।
শেষে এসে যে এমনটা হবে আমার জানাছিলোনা অমিতাভ।
ভাগ্য কতটা নিঠুর,যাকে চায় তাকে পায়না
যাকে পায়না তাকেই চায়।


জানি অমিতাভ তুমি আমাকে মনে মনে অনেক দোষারোপ করেছো
কিন্তু কি করার ছিলো বলো?তোমাকেতো বলেছিলাম
আমাকে নিয়ে পালিয়ে যাও।
কিন্তু তোমার সাহস হোলোনা,বাবাকে মুখের উপর কিছু বলার স্পর্ধা আমার নেই।
অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নিলাম!
যখনি ফাঁস দিয়ে ঝুলতে যাব তখনি
ভেতর থেকে কান্নায় ভেঙ্গে পরলাম!
এই সুন্দর পৃথিবীর মায়া সহজে কেউ ত্যাগ করতে পারেনা অমিতাভ,আমি সেদিন বুঝেছিলাম।


জানি এতোদিনে তুমি অনেক বদলে গেছো।
হয়তো মনে পরেনা আর আমাকে,মনে রাখিয়োনা।
আমিয়ো রাখতে চাইনা।
শুধু বাঁচতে চাই অমিতাভ,এখন নিজেকেই ভালোবাসতে চাই।