কেউ বলেনি প্রিয়ো কবি
খেরোর খাতায় লিখো আমার নাম
কেউ ডাকেনি উদাস বাউল
আমায় নিয়ে মেলায় ঘুরতে যান!


আপন মনে কেউ দেখেনি
নজর দেয়নি ভাঙ্গা ঘরে।
জোড় করে আজ কেউ বলেনি
কেউ রাখেনি হাত আমার হাতে।


বাঁশির সুরে কেউ বিবশ হয়নি
অবস হয়নি কারো মন
কেউ বলেনি তোমার কবিতায়
লিখো শুধুই আমার নাম।


এ জীবনের যৌবন নদী
বইবে কি আর নিরোবধী?
আমি যে এখন অকূল হারা
শ্রী-সুন্দরের তৃষিতো কবি।


কেউ বলেনি সৌম্য কবি
চোখের জলে আঁকবো ছবি?
কেউ বলেনি, কেউ বলেনি
শুধুই আমি তোমার কবি।