মরি মরি সই মরি মরি,
মাঝ তটেতে ডুবে প্রেমের তরী!
              অজানা ছায়া হয়ে-
              দূরেই গেলে রয়ে
কি করে বাঁচি, বলো কিভাবে বাঁচি?
মুত্যু যে ডাকছে অদূরে নাচি!


একখানা কালো তিল চেয়েছি হতে,
ঐ কপোলের মাঝে, ঐ শশীতে!
              করলে ভালো কথা-
              শূন্য করে মমতা
প্রেমের প্রতিদানে দিলে যাতনা,
সর্প নৃত্য করালে তুমি ললনা!!!


সে কি অপরাধ সই ছিল আমার
প্রেমের ফ্রেমে আঁকা চিত্র তোমার?
             আঁকতে দিয়ে পরে-
             আমার মনের ঘরে
ঠেলে দিলে কেন নির্বাসনে?
কালো মেঘ জমালে এই গগনে।


মণি চোখের সই নেই নয়নে
নিয়ে গেছে সবকিছুর ভুল স্বপনে।
              সুখে থাকো সই
              এই কবিতার বই
পেলে সময় ক্ষাণিক দেখিও পড়ি,
মরি মরি সই, আমি মরি মরি!!