চিত্ত তোর বিত্ত হবে,
          জানিস সুনিশ্চয়।
চিত্তকে তুই দে পরিত্রাণ,
           মুক্ত করে ভয় রে-
           মুক্ত করে ভয়।


জীবন তার হয়না যাপন,
         ভয়কে যিনি সয়।
এরূপ হলে কিসের গর্ব,
           শ্রেষ্ঠ পরিচয় রে-
            শ্রেষ্ঠ পরিচর।


লাগবে নারে কিছুই ভালো,
          ঐ ভানুদেব জ্বাললে আলো
                      কি জানি কি হয় রে-
                      কি জানি কি হয়!


স্বপ্ন নিয়ে পারবি নারে,
            আটকে যাবি বন্ধুর দ্বারে
                        সময় হবে ক্ষয় রে
                        সময় হবে ক্ষয়।


চারদিকে সব, থাকবি একা
           খাবি শুধু ভ্যাবাচ্যাকা,
                    দেখবি অভিনয় রে-
                    দেখবি অভিনয়।


ভয়কে তুই কর সমাপ্ত
           উঁচ্চ করে তোর-ঐ চিত্ত
                     ভাঙ যমালয় রে।
                     ভাঙ যমালয়!!!


মুক্ত করে শিকল শত
          কর-রে সবিনয়
বাঁধব-না আর ভয়ের জালে
          অজয় করব জয়-রে
          অজয় করব জয়।


বল,
অন্যায় অার গ্লানি যতই
           আনুক না সংশয়
আমি হব মুক্ত বিহগ
           স্বাধীন সর্বময়।।