আমি পথিক, হাঁটি প্রচুর হাঁটি
গলি পেড়িয়ে রাজপথে নামি
কত লোক চলাচল করে সে পথে
চেনা অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যাই
কত কিছুর চিত্রই না খেলা করে চোখের সামনে
আত্মা নামের বসবাস করা দেহধারী প্রাণীগুলো দেখি
কখনো প্রাণীগুলোর এঁকে দেওয়া চিত্রগুলো ফ্রেমে বন্ধি করি
ভালো লাগে। একাজ করতে গিয়ে নিন্দার পাত্র হই
তবুও পথ চলি, রাজপথ চলি, থামি না, অবিরাম চলি
অনেকের কীর্তিতে ঘৃণার থু থু জন্মায়...
তবুও চেয়ে থাকি নির্নয় করি এ প্রাণীকুলের স্বভাবকে
আবার হাঁটি, কাউকে কিছু বলিনা, শুধু ডাইরিতে লিখে রাখি।