অাষাঢ়ের এই মেঘলা দিনে,
বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা
কদম গাছটার দু'চারটা ফুল তোমার খোঁপায় গুঁজতেই পারো;
কারণ এতে শুধু তোমারই অধিকার!
কখনো বা কোনো দুর্গম পথ পেরিয়ে
অন্য কোনো সুন্দর ফুল পেয়ে তা খোঁপায় গুঁজে নেবে;
ছুঁড়ে ফেলবে সেই অাঙিনার ফুল গুলি!
তখন সেসব ফুলের আকুতি তোমার কাছে ব্যর্থ প্রলাপ!
যখন তোমার ভুল বুঝবে আষাঢ়ে শুধু কদম ফুলই
রূপসীর সাজের জন্য সুন্দর,
তখন অাঙিনার গাছ ফুল শূন্য অার ফেলে
দেওয়া ফুলগুলোও অস্তিত্বহীন!
তখন তোমার সাধ জাগবে এই পৃথিবীকে "নিষ্ঠুর" বলতে!
একটু ভেবে দেখবে কি;
প্রকৃতপক্ষে কে নিষ্ঠুর ছিল?