মা তুমি এত পাশানী হতে পাড়লে
তোমার হৃদয়ে একটুও কি আঁচ লাগেনি
আঁচ লাগেনি তোমার সেই মায়াময় বুকটাতে
ছেড়ে যেতে আমাকে, এই অভাগাকে?
তোমার দেওয়া চুমু কপালে ভাঁজ এঁটতে বসেছে
চিরুনি দিয়ে আঁচড়ে দেওয়া কালো চুল আজ সাদা প্রায়
নিষ্প্রাণ হয়েছে সব স্বপ্নের বাস্তব চিত্র
মা, মা গো আমি তো কথা রেখেছি
আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালণ করেছি
আমি তোমার বপন করা স্বপ্নের বীজকে বাস্তব করেছি
কিন্তু তুমি, তুমি তো রাখলেনা, কথা রাখলেনা মা।
কেন কোলে বসিয়ে দুমুঠো ভাত মুখে দিলে,
ঘুম পাড়ানীর গান শুনিয়ে বাঁচতে দিলে?
এমন করবে বলে?
মিথ্যেবাদী তুমি, মিথ্যাচারী তুমি


মা আজ চারদিকে সব থেকেও কোন শান্তি নেই
কেউ যে ডাকেনা মা, 'বাবু' বলে কেউ ডাকেনা।
কেউ স্কুলে যেতে বলেনা, কিছু বলেনা মা
ও তুমিতো বলেছিলে যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে
তবে তারারদেশে একা চলে গেলে কেন?
কেন আমাকে অন্ধকারের সাগরে রেখে গেলে
আমি যে আজ খুব ক্লান্ত মা।
ওখানে তো আমি একটুও দুষ্টুমি করতাম না।
একটুও না, একটুও না, মা একটুও না।