বহুদূর ঘুরে পেলাম ঘরের পরে
দুই চোখের তরেই ছিল যে সই
কল্পনার ছলে গিয়েছিলাম ভুলে
শূন্যতার মই বেয়ে পাইনি কিছুই।


অপবাদ অপঘাত ঘাতকের বেশে
লুট করেছি কোমলমতীর রূপ ছেঁকেছেঁকে
শক্ত হাতে মেরেছি কত হিংসার দ্বেষে
বুঝিনি কখনো তাকে আস্তে কাছে ডেকে।


বেলা শেষে আজ মনে পড়েছে বাজ
একি করেছি আমি, আমি যে তাঁর স্বামী
অধর্ম অপকর্মের সাজ সেজে হয়েছি রাজ
নিজের কাছেই আমি, মিথ্যে হয়েছি দামী।


আস্তে আস্তে তাই জড়িয়ে ধরেছি তায়
ভুল সবিই ভুল করেছি কোমলমতী
তবু জড়ালো পরম আদরে সে আমায়
একি মানুষ, এত কোমল হৃদয়ের পতি?