হৃদয়ের ডাল-পালাগুলো শুকিয়ে গেছে,
একটা পাখিও আসে না, বসে না।
অত্যাচার ও অত্যাচারীর কবলে, প্রবলে,
বিপর্যস্তমূলে, জড়াজীর্ণ খোলসে আবৃত।
আবৃত হয়ে দু' মুঠো নিঃশ্বাস নিতে চাই,
শুকনো মৌসুমের ধুলা-বালিতে আচ্ছন্ন প্রাচীর।
অনুপ্রাসহীন গতি, বন্ধুর পথে।
সুখের যন্ত্রণায় ভস্ম অন্তস্থ দেবতা,
ভগ্ন প্রাচীরে বৃষ্টির আঁচ লাগতে চায়
কখনো কাল বৈশাখীর রূপে আঘাত করে,
করতে চায়।
ঠিক যেন বসবাস করছি কোন এক
অসহ্য সুখের মহলে।।