আমি খুব নির্জনতাপ্রিয় নই, তবে
অন্তরালবর্তিনীর পছন্দতত্ত্বী, তুমি তো তাই!
সাত্ত্বিক বা রাজসিক অথবা তামসিক
এতটা বাছ-বিচার করার সাধ্য নেই,
নেই কোনো অন্তর্দর্শনের মতো শক্তি
নেই কোনো দিব্যচক্ষু, দিব্যজ্ঞান!
আছে এক পলক দৃষ্টি, জড় দৃষ্টি
এর মাধ্যমেই আলোর স্বাদ নেই,
তোমার স্নিগ্ধ রূপ দেখি, এলো চুল দেখি,
আড় চোখের চাউনি দেখি।
স্তব্ধীভূত হয়ে যাই, প্রথম তো তাই!
আর সৃষ্টি করি নতুন কোনো আবোল-তাবোল কাব্যের,
আমি শব্দের অন্বেষক, অন্বেষণ করে চলি
পেরিয়ে যাই যোজন যোজন ক্রোশ।