এলোপাথাড়ি ছোঁয়াচে কিছু শব্দ
যদি অপেক্ষা করে ছন্দের
তাদের কবিতা হয়ে ওঠা হয় না
যে আঙ্গুল জড়িয়ে থাকে নিকোটিন
রোদের বদলে আবছা আলো জ্বলে
সে আঙুলে বিষাদ লেগে থাকে
কারো স্পর্শ সেখানে নেই।
এলোমেলো কিছু দিন শেষে
যদি  আসে নিকষ রাত
নিয়নে ভেসে যেতে পারে ছায়াপথ
তবুও সে রাতের কোনো ভোর নেই।