অ- অংসে বোঝা ভারী-বয়সের ছাপ,
আ- আকর্ণ সাংসারিক এই বোঝার চাপ!
ই- ইতুর তেজ আজ বড্ড প্রখর,
ঈ- ঈশান কোনে ওই, দেখা যায় গোর।
উ- উটজ প্রাঙ্গনে গৃহিণীর হাক,
ঊ- ঊঢ়া, তবুও অনাহারী জ্বলছেনা পাক!
ঋ- ঋণিতা আজ আমি-বেহাল জীবন,
এ- এটুলে কাটিয়া গেল এ দেহের মন।
ঐ- ঐতিহ্যেই আমার দারিদ্রের বিষ,
ও- ওদন পারিনি দিতে, সুখের আশিস্।
ঔ- ঔরসেও বইছে তাই দারিদ্রের শীষ।


(১৮ই জুলাই ২০১৪, শুক্রবার)


[শূন্য ভাইয়া ও সৌমিতাদিকে দেখে আমারও মন চাইলো স্বরবর্নের ধারায় একটু লেখি। তাই লিখলাম। মতামত জানাবেন।]