গহীন বনে বৃক্ষরাজি-
একটি পেয়ারা গাছ,
সেই গাছেতে একটিই
ফল এসেছে আজ!
ফুল যে ছিলো অনেকগুলো,
ঝরলো অবেলায়,
বুনো গাছের যত্ন নিবে,
কে ঠেকেছে দায়?
আজকে যে সে অনেক খুশি
তার এসেছে ফল,
জড়িয়ে থাকা গুল্ম লতায়
প্রজাপতির দল!
বর্ষা আসে, বৃষ্টি পড়ে
একটু বড় হয়,
পাখিরা সব মঞ্চমুখ,
ফলের বন্দনায়,
এমন করেই যাচ্ছে সময়,
হঠাৎ করেই খরা,
বৃষ্টি হঠাৎ-ই নির্বাসনে,
রোদ্র ভীষণ কড়া!
খাঁ খাঁ করা গ্রীষ্মের রোদে
কোথাও নেই জল,
গাছ কি এবার বাঁচবে নিজে,
না বাঁচাবে ফল?


কাঁদছে একা বনেরই গাছ
মনটা বিষাদ ভরা,
গাছের নিচে প্রিয় ফলটি
বোটা খসে পরা!


গাছের দুঃখ বোঝার মত
বনে কেহ-ই নাই,
সন্তান হারানোর দুঃখ বোঝে
শুধু বাবা-মা ই!


(১লা জুলাই ২০১৪, রবিবার)