বুকের অস্থিতে পাথুরে কয়লায়
লেখা ভালোবাসার পান্ডুলিপি,
প্রতিটা অধ্যায় জুড়ে বিরহের
মর্মস্পর্শী সুরের নীল কেতন।
প্রতিটা সংলাপে ব্যাথাতুর
হৃদয়ের যন্ত্রনার হাহাকার,
বিভীষিকাময় বিনিদ্র রজনীর
কান্নায় বেদনার নীল বিষের ছোবল।
ধমনীতে রক্তের বদলে প্রবাহিত
হচ্ছে কষ্টের লোহিত স্রোতধারা।
আর আমি এই হৃদয় খোদাই করে
বহন করে চলছি ভালোবাসা
নামক এক বিষাক্ত উপাখ্যানের
অলিখিত শেষ চার পৃষ্ঠার নিয়তি।


(২রা আগষ্ট ২০১৪, শনিবার)