ভিন্ন মাতৃগর্ভের ভিন্ন ভ্রুনে
জন্মানো ভিন্ন ভিন্ন শরীর,
কোন রক্তের বন্ধন নেই,
অথচ তারা মিশে থাকে সবে-
বাতাসে অক্সিজেনের মত,
দেহের নিঃশ্বাসের মত।


আলাদা শরীরের হৃদয় গুলো এক
অদৃশ্য সূতোয় বাঁধা,
অদৃশ্য বন্ধনে জোড়া।
যার একটাতে ব্যাথা পেলে মনে
ব্যাথা পায় বাকি গুলো সব,
কেঁদে ওঠে সব গুলো মন।


প্রত্যেকে বুকের পাঁজড়ের মত
জুড়ে আছে পাশাপাশি,
সব যুগে-পৃথিবীর বুকে।
ভালোবাসার দ্বিতীয় সর্বোচ্চ
স্থানটি যে সম্পর্কের, সেই
'বন্ধুত্ব'-র সম্পর্ক নিয়ে।।


(৩রা আগষ্ট ২০১৪, রবিবার)