শুকনো পাতার শব্দ আর
শুকনো মুখের হাসি,
জানো-আমার ভীষণ প্রিয়
অনেক ভালোবাসি।
শুকনো পাতা নয়তো হেলা
তাতেও আছে সুর,
মন পাতলেই শুনতে পাবে
শব্দ সুমধুর।
শুকনো হাসি হাসতে গেলে
টান পরে বুকেতে,
তবুও তারা অনেক হাসে
অল্প সুখেতে।


পথের ধারের মানুষগুলো
শুকনো পাতার মতই,
ভাত গলানো মারটুকুই
তাদের কাছে দই।
সমাজ তাদের দেয়নাতো দাম
নেইতো তাদের ধন,
পড়ে পড়ে মার খাওয়াটাই
অদৃষ্টের লিখন।
একটু যদি সুখের ছোঁয়া
তাদের ঘরে আসে,
তাদের খুশি বান ডেকে যায়
পূর্ণিমার আকাশে।


একটু ভাবো, এমন যদি
তোমার বেলায় হতো,
প্রভাবশালী তোমার চোখে
অশ্রু হতো কত?


পথশিশু-ছিন্নমূল নিয়ে
থামুক এবার ভাষণ,
ওদের জন্য তৈরী হোক
বেঁচে থাকার আসন।
ওদের কাঁধে হাত রাখি চল
একটু ভালোবেসে,
দেখবি ওরা চাঁদকে হারায়
এক পৃথিবী হেসে।


(৯ই আগষ্ট ২০১৪, শনিবার)