আমার ঘরের দখিন জানালায়,
কদম্বরা নিত্য সুবাস দেয়,
আমি শুধু মুগ্ধ হয়ে দেখি
হৃদয় ভরে রূপটুকু তার মাখি!
গাছের কদম ডাল ভেঙে ফুল এনে,
সাজিয়ে রাখি ঘরের কোন কোনে,
যখন তারা একটু পরে ঝরে,
ছুড়ে ফেলি বাইরে-আস্তাকুড়ে!
অক্ষমতাই এখন যে তার ধন,
সইবো তাকে আর বা কতক্ষন!
বৃদ্ধরা সব বাড়ায় ঘরের বোঝা,
আস্তাকুড়-ই তাদের প্রাপ্য সাজা!


(১৮ই জুন ২০১৪, বুধবার)