// কম্পিউটার //
                                  ।-প্রসেনজিৎ পাল।
নিস্প্রান এক যন্ত্র গুচ্ছ,
সবকিছু ছারিয়ে,তোমার বুদ্ধি সুউচ্চ॥
বাজারেতে তোমার অনেক নাম;
ডেল,এইচ-পি,ইনটেল আবার কেও দিয়েছে Samsung ॥
আধুনিক দিনের অগ্রগতি বাড়ছে যত;
তোমার সৃষ্টি ঘটছে তত॥
তোমার বাবা, ঁব্যবেজ কাকু;
স্বর্গে বসে গর্বিত হচ্ছেন শুধু॥
সর্ব কাজে একাই একশো।
কিছু লোক করে প্রশ্নো;
কিভাবে করে এত কর্ম,ওই ছোট্ট বাক্স ?
এসব কথা ভেবে,অনেকে হচ্ছেন অবাক!
সবাই জানে,যুক্তিযুক্তই কর্ম তোমা স্বভাব॥
তোমার ছোট্টবাহন,ইদুড় কাকা;
তার আবার, মাথায় নাকি ছোট্ট চাকা;!
আর কি-বোর্ডতো, শুধু বোতামে ঢাকা॥
একবার,বহুবার বা সকাল থেকে রাত;
প্রতেকের তোমায় লাগবেই নির্ঘাত॥
যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, ও চিকিৎসা;
একমাত্রই, আজ ব্যবেজের পুত্রই ভরসা॥
আজ তুমি না থাকলে,হয়তো সমাজ হতো কাত!
এছারাও তোমারসৃষ্টি স্বর্গীয় বাবাকে অসংখ্য ধন্যবাদ॥
                       ---------☮---------


✍✍✍✍✍👍প্রসেনজিৎ  পাল
(এই কবিতার মাধ্যমে আমি বর্তমানের কম্পিউটারে প্রয়োজনিয়তার কথা বলার চেষ্টা করেছি। এবং কম্পিউটারের জনককে ও কম্পিউটার যন্ত্রাংশকে নিয়ে একটু মজার সম্নানীয় রসিকতা করেছি॥ কোনোরুপ ত্রুটি থাকলে,আমি ক্ষমা প্রার্থি॥)
DATE:02/10/2016
Time:04:22 pm
subarnapur colony.Class-Xi