ক্ষনিক আলোকে আড়চোখে,
পেলাম তোমায় খুঁজে,
জ্বলন্ত রক্তিম প্রদ্বীপ হাতে॥
আঁখি বুজে,আসনে যে তুমি;
তোমার প্রিয় স্বজন মিতার পাশে॥
ক্ষীনালোকে প্রদ্বীপের কিরনে;
উজ্জ্বল তব আনন,
রক্তিম লাল রঙে,রাঙিয়েছে তার আলোতে॥
ক্ষনিক চলমান পথে,
তব আনন মোর ভাবনার সাথে,
ঘুরলাম সেথায় পুরোস্থানময়॥
আবার হঠাৎ এক মুহুর্তে,
তোমার উদ্দেশ্যে,
স্থির হলাম তোমার সমীপে॥
কি হলো, ঠিক বুঝলাম না;
ওটা কি অহং না রাগ।
নাকি প্রচ্ছন্ন মিচকি হাসি ??


ইশ্বরের কাছে তুমি কিগো চাইলে ?
ইশ্বরের কাছে স্বয়ং প্রার্থনায় আমি বলেছি--
খুশি হবো কেবল তোমার মন পেলে॥
সত্যি করে বলোতো আমায় দেখামাত্র,
তোমার একটুও কি বুক কাঁপেনি??
বিশ্বাস করো,কিন্তু এটাই হয় তোমা দেখামাত্র সর্বত্র॥


☮ভুল ত্রুটি ধরিয়ে দেবেন।এবং মন থেকে মাপ করবেন☮