আমি একটা অন্ধকারের ছবি আকঁবো
নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি।


আলো - ছায়ার কোন ছবি নয়
আলো - ছায়ায় কৃত্রিমতা থাকে,
আমি একটা অন্ধকারের ছবি আঁকবো।
অন্ধকারে যে ছবি ভেসে ওঠে
তাতে কোনো কৃত্রিমতা থাকে না,
অন্ধাকারে ভেসে ওঠা ছবি
বিশুদ্ধ, নির্মল, সুন্দর, পবিত্র।


অন্ধকারে কোনো দুরত্ব থাকে না
দুরত্ব যা - তা কেবল আলো - ছায়ায়,
আমি একটা আপন ছবি আঁকবো।
অন্ধকার রাতে তারারা যতটা কাছে,
হাজার যোজন মাইল দূরে থেকেও যতটা আপন।


আমি একটা অন্ধকারের ছবি আঁকবো।
নিকষ গাঢ় কালো অন্ধকারের ছবি।


২৭/১০/১৮