দিন ফুরাইয়া গেলো হায়!
মন আর এগোতে না চায়
কেবলই পিছন পানে তাকায়;


কেটেছে দিন-
কত সুখ-আনন্দ- বেদনায়
তরুলতা ছায়।
আজ দিন ফুরাইয়া গেলো হায়!


উড়িয়াছি পাখা মেলে
মেঁটো পথ ধরে
পাড়ায় থেকে পাড়ায়;


গ্রীষ্মের দুপুরে-
আমাদের কে রাখে আটকে?
একদৌড়ে দিয়েছি ঝাঁপ নাইতে,
সে কত যে জলের খেলা
জলের মাঝেই কাটত বেলা।
সে দিন আজ ফুরাইলো তবে হায়!


বাদলের দিনে-
নাহি মানি মানা
কুড়াইছি কত সুখ
আম্র তরুর পরে।


বরষা ধারায়-
আসিয়াছে বাণ, ডুবিয়াছে-
পথ - ঘাট, নদী- গ্রাম,
বৈটা হাতে, নৌকা বায়-
আমরা দূরন্তের দল
কে লইত খবর-
কোথায় কত ঠাঁই?
আজ সে দিন ফুরাইলো তবে হায়!


শরতের সকালে
শিউলী ফুলের সুগন্ধে
কুড়াইয়াছি কত শুভ্র সুখ;
বিকেলের কাশবন আর
ধীরে চলা নদী কলকল।
সে দিন আজ ফুরাইল তবে হায়!


অগ্রানের  দিনে
সোনাভরা ধানের ক্ষেতে-
কিষাণের নাই কাজের অবশেষ,
পিছুপিছু
আমাদের কী সে ছুটাছুটি -
কুয়াশা ঝড়া সোনার মাঝ দিয়ে,
আর বিকেল বেলায় ধানের মাঁড়ায়।
আজ সে দিন ফুরাইয়া গেলো হায়!


মন এগোতে না চায়-
কেবলই পিছন পানে তাকায়।


সেই দিন ফুরাইয়া গেলো হায়!


January 02, 2018