তুমি জানো না প্রিয়,
আমার তৃষিত হৃদয়েরও আকুলতা
কত দিবসও রাখিলাম চাপা।
কত নিশি গেলো মোর একেলা
না শয়নে,বিরহ শানাই বাজিলো হৃদয়ে।


তুমি গেলে মোরে ফেলে দূরে,
কী বীণা বাজিল হৃদ পাঁজরে
শুষ্ক পাতাদের মড়মড় হাহাকার
মলয় বাতাসে শুনালো অবিরাম।
তুমি শুনো নি প্রিয়,
তুমি শুনো নি


তুমি দেখো নি নয়ন খানি মেলি-
আমার রিক্ত হৃদ কুঠোর
করে থরথর,
আঁখি মাঝে নামিল উথলি
অতল সিন্ধু ভরা জল।
তুমি দেখো নি প্রিয়,
তুমি দেখো নি।


দিলে না তুমি ঠাঁই প্রিয়,
দিলে না মোরে ঠাঁই
আমার হৃদয়ের সকল ভালোবাসা
অশ্রুজলে গঙ্গা ধারায় বিলাই।


কত রাত আমি বিলাপ করে যাই,
রজনী অবসানে-
এইটুকু চাওয়া কেবল রেখে যাই হৃদয়ে-
তুমি থাকো তবু সুখে প্রিয়,
ভালোবাসার ছায়ে।