চিরশীতার্ত হৃদয়
নেত্র অশ্রুময়,
ঝিরিঝিরি হাওয়ায়
স্রোতস্বিনী বয়ে যায়,
কাঁপে প্রাণ, ভাঙে পাজর।


অন্ধকার, মুদিত নয়ন
আঁকে কষ্টের ব্যথিত পট
যন্ত্রনায় যন্ত্রনায় নিদারুণ সে নীল।
নিকোটিন-ধোঁয়া অন্ধকার ছোঁয়-
নিস্তব্ধ গগণে
নীরব নিরজন আর্তনাদে।
আকাশ- বাতাস- অন্ধকার নির্বাক,
নির্বাক আর্তনাদ।
জ্বলে ওষ্ঠ জ্বলে হৃৎপিন্ড
জ্বলে আমার সমস্ত অস্তিত্ব,
স্পন্দন থেমে যায়, নিঃশ্বাস-
নিঃশেষের আকুলতা জানায়
ব্যর্থ জীবন মুক্তি চায়,


স্রোতস্বিনী সঙে নাও-
অবহেলিত এই আমায়।