নিস্তব্ধ,নিঝুম,আঁধার ঘেরা শুন্য এ হৃদয়ে-
কোনো এক প্রভাত বেলার পূবাল হাওয়ায়,পাখিদের কলরবে-
জেগেছিলো আচমকা ভালোবাসার ঊষা।
শিশির ভেজা সবুজ ঘাসে
রিনিঝিনি নূপুর পায়ের উষ্ণ পরশে-
জেগেছিলো মনে গভীর গোপন বাসনা।
সে পায়ের আলতা রাঙায় -
হৃদয় ভুবনের রোজ প্রভাত ছিল রাঙা,
মনে কেবল নব নব প্রভাতের আকাঙ্ক্ষা।


ভালোবাসা নয় রে চিরকাল রাঙা!


অকস্মাৎ আমার নীলাম্বরে
হানিলো ঘন কালো মেঘের দল,
হৃদয়ের আঙিনায়- বর্ষিল বরষা ধারা।
ধুয়ে-মুছে - মিছে করে গেলো -
মোর পড়ন্ত বিকেলের ছিল যত কামনা।
মোর গভীর হৃদয়ের সব গোপন আশ-
হইলো দ্যাখো আজ কেমন পরিহাস!
কাঁদালে তুমি মোরে ভালোবাসার পরশে!!
ডুবেছি আমি তোমার ছোঁয়ার অতলে।


জানি,
হয় না সত্য ভোরবেলার সব স্বপ্ন।
সে অতলে দিলে না তুমি ঠাঁই,
কৌতুহলী এ মন আমার ,মানে না বারণ
ঝিঁঝিঁঁ পোকা নূপুর বাজায় কানে, সেই ধ্বনিতে খুঁজি তোমায় হৃদয়ের গহীন অন্ধকারে,
অন্ধাকারে জাগে প্রশ্ন সতত-
কিসের তরে তবে তুমি দিলে হৃদয়ে-
মোর এমন ক্ষত!


০৮/০৭/১৮