রাত্রি যায় প্রভাত আসে
শীতের কুয়াশা রোদেলা দুপুরে ঢাকে।
শরতের নীল সুধা বাজায় তার বিদায় বীণা
হেমন্তের বাতাসে মেলে দুখানি ডানা।
জানি ঐ বর্ষার দিন সাঙ্গ হবে একদিন
কাশবন বিলাবে তার নতুন শোভা
শরৎ যখন নদীর বুকে করিবে খেলা।
জানি ঐ কোকিলের ডাক
যা একদিন গিয়েছিলো থেমে
আবার তুলিবে সে কন্ঠে নতুন সুর
শীতের শুকনো ডালে যেদিন ধরিবে আম্রমুকুল।
তবু ঐ শীতে ঝরা পাতা
নিঃসঙ্গ প্রভাতে দেবে আমাকে দোলা।
টুনটুনি ও তার সঙ্গীর ছোটাছুটি
এমন করবে উতলা।
শুধু জানবো আমি
আর আসবেনা ফিরে গোপন অভিমানে
বসন্ত বিকেলে ফেলে আসা আমার রুপমা।