বর্ষা আজ অঝোর ধারায় ঝরিছে ধরাতে।
মনে বড়ো সাধ জাগে
তোমারে মেঘের আড়ালে লুকাতে,
তোমার শ্যামল অঙ্গ শিহরিতে আমার চুমুতে।
বর্ষা আজ চুমিছে প্রাণখুলে
গ্রামের দুষ্টু বালকের মিষ্টি মুখটা ভরে,
চুমিছে কৃষকের প্রাণ আমনের অঙ্গ জুড়ে।
চুমুতে চুমুতে করিতেছে স্নান
বাগানে দাঁড়িয়ে থাকা
জুই, চামেলি আর গোলাপের দল।
অনাদর অবহেলায় বেড়ে ওঠা বনোফুলের মেলাতে
বর্ষার মাঝে ভুলিনি তারাও চুমিতে
পায়ের নিচে দাঁড়িয়ে থাকা সবুজ ঘাসের বুকেতে।
দুরু দুরু হাওয়ায় কাটাবন-ও আজ চুমিছে
একে অপরের অঙ্গ জড়িয়ে।
এতো শতো চুমুর মাঝে তোমার এতো লজ্জা কিসের
আমার মুখের একটা চুমুতে?