তুমি দিয়েছিলে একটি শারদীয়া বিকেল,
দিয়েছিলে ভাঙা পথ ধরে বয়ে যাওয়া সরল অধিকার!
দীর্ঘ অপেক্ষার পর লিখেছিলাম একটি কবিতা,
কবিতা-ও যেনো এখন কবির বিরুদ্ধে ডেকেছে অবরোধ।
হারানো বিকেল,ফিরে এসো তুমি,
পথ দেখাও!
কবির স্বার্থে না হোক, কবিতার স্বার্থে,
ফিরে এসো তুমি!