তুমি দিগন্ত বিস্তৃত সুদূর আকাশে উড়ন্ত বলাকার ঝাক।
উড়ে চলো শুধুই অসীম থেকে অসীমে।
পৃথিবীর অপার সৌন্দর্যকে উপেক্ষা করে
নিবাস সাজাতে চাইলে তুমি শূন্যতার মাঝে
আমার ব্যথা ভরা হৃদয়ে আরো কিছুটা শূন্যতা দিয়ে।


তুমি অভিমানি।
নীল আকাশে রংধনুর সাত রং
দেখিয়েছে পথ তোমায় দিগন্তের পানে।
অভিমান করে যেতে চাও বারেবারে
আমার থেকে বুহু দূরে, দূর কোন অজান্তে।


ব্যার্থ ভালোবাসার শিকল
আজ পরাবোনা তোমার পদে।
আজ সাজবোনা বাধা তোমার বিদায় রথে।
তবু দিগন্তের পথে হাটবে যখন
কাশবন দেয় যদি বাধা,
পাখিদের গুঞ্জন করে যদি হেলা,
নদীর তীরে হিমেল বাতাস
দেয় যদি স্মৃতির আধারে দোলা,
মনে রেখো তোমার অপেক্ষায় কেউ বসে আছে একা
যার হৃদয় গহিনে
আজো রয়েছে তোমার ভালোবাসা।
যদি দেখো জ্যোৎস্নার বন্দরে
জোনাকিরা দিয়েছে ঘুম,
ঝরা বকুলের গন্ধ তোমাকে করেছে ব্যাকুল,
বুঝে নিও যা করেছো সবই হয়েছে ভুল।