কখনো  ক্লান্তির ঘোরে-
যদি কখনো  ঘুনাক্ষরে,
মাঝ রাতে তোর দিকে পাশফিরে শুই;
তবু তোর চোখে চোখ রাখবোনা আমি আর।
নাবিকের কম্পাসের মতো-
ধ্রুবতারা হয়ে রবো,
তবু তোর জাহাজের  পালে;
হাওয়া হয়ে লাগবোনা আমি আর।
যদি তোর কালো চোখে-
মেঘ কখনো ঘনিয়ে উঠে,
মৌসুমীর মত করে জল হয়ে পড়বো গড়ে;
তবু তোর চোখে থাকবোনা আমি আর।
অন্ধের মতো করে-
আঁধারেতে রয়ে যাবো,
স্বপ্নের মতো তোর চোখে;
বাঁচবো না আমি আর।
চশমার ফাঁক দিয়ে-
তোর চোখে চোখ, রাখবোনা আমি আর।