পিতা সে তো পিতাই হয়,
        তাহার সমান কেহই নয়।
তাহার দয়া না হইলে,
         দেখতে না রে এ ভুবনে।


তার তুলনা বট বৃক্ষে,
       রাখে সবাইকে ছায়াতলে।
দেহের ঘাম টি ঝরিয়ে,
         রাখে সবাইকে আগলিয়ে।


বিনা স্বার্থে কষ্ট করে,
         ফুটায় হাসি সবার মুখে।
তাহার ঋণ কে বা মিটায়,
          আছে এমন বিশ্ব মাঝে?


আছে যাতে সাথে পাশে,
         বুঝছ নারে অমূল্যটারে।
যার জন্য করছো খেলা,
          তাকেই করো হেলা ফেলা।


অশ্রদ্ধা করলে তারে,
        ঠাঁই হবে না পরকালে।
এমন ধন টি যখন হারায়,
        পায়ের মাটি সরে দাঁড়ায়।


সবাই তারে শ্রদ্ধা করো,
        পরম পূজ্য দেবতা গুণে।
একবার হেরিলে তারে,
         কাউকে পাবে না সম-আকারে।


পিতা সেব, পিতা পূজ,
         পিতাই সবের সাড়।
তাহার মতো যেন, হতে পারি
        এই কামনা ই আমার।