হে নারী,
    ধরণীর ধাত্রী তুমি
         তোমার প্রভায় প্রকৃতি আজ,
    চারদিকে সৌন্দর্যে বিমোহিত।


হে মহীয়সী,
    তুমি সেবায়, মানবতায়,
         দুস্থদের আকড়িয়ে ধরতে,
   বিশ্বকে করে তুলিছো বলবান।


হে মাতা,
    তুমি সকলকে করিয়াছ সৃজন,
          তোমার অংশ বলেই!
    সবকিছু হয়তো এতো সুন্দর।


হে অর্ধাঙ্গী,
    তুমি পেছনে পতিকে যুগিয়াছ শক্তি,
          তাই তো যুগে যুগে নরেরা হয়েছে বিশ্বপতি।
    তার বিজয়ে তোমাকে অস্বীকারের উপায় আছে কি!


হে ভগিনী,
    তুমি মায়ের মমতায় করেছো সিক্ত,
         যে ভ্রাতার ঘরে তুমি নেই,
    তাই তো তার ঘর রয়েছে এখনো রিক্ত।


সবিশেষ হে নারীজাতি,
       তোমার সৃজন, পালন, রক্ষন না হলে,
   বিশ্ব এমন নির্মল হতো না কখনোই।
শত ব্যথা সয়ে,
         ধরিত্রীকে ধারণ করে রেখেছ তুমি,
     তাই পাওয়ার যোগ্য যতটুকু,
         তা না হলেও নগণ্য কিন্তু আকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই।