ঘর একলা বোঝে নিরবতা...


কোলাহলের জমায়েতে তুমি জোছনায় ভেজো,
দ্রবীভূত হয়ে যাও অ্যালকোহলে,
শীতের আমেজে আইস কিউব ভাসে গ্লাসে।


ঘর একলা খোঁজে তোমায়
               শূন্য বিছানার প্রান্তে,
নিশিরাত হাত বাড়িয়ে শুধু তোমাকেই চায়।
তুমি চটকদার মশলায় ডুবে তখন
মাজা দাঁতে আস্বাদ গ্রহণ করো চিল্লি চিকেনের।


ঘরময় বেড়ে ওঠে বৃক্ষ, ডালপালা
ঝুরি নেমে জায়গা-জমির অধিকার দখল করে।
নব্বই ডিগ্রী কোনের এককোনে শুধু ঝর্ণাধারা নামে...