এখন তোমার এই অবনত সুর,
হৃদয় হাজার হাজার ঢেউ ভেঙে উজানস্রোতে গুন টানছে।
যদি বিরহ উজাগর রাত্রি কাটায়
তুমি শুদ্ধ ভোরের মতন নতুন হয়ে জেগে উঠো।
অবাধ্য মেঘালয় থেকে ঝুমবৃষ্টির পাগলপারা শব্দে
মনের ঘরে একবার আষাঢ়ে জলসা সাজাও,
বাদল মেঘে রামধনু রঙ ভালোবাসা এঁকে।


একবার তান তোলো একতারার ছন্দে,
বাউল আত্মা রথের শরীরে চলেছে তার অন্তিম বিন্দুস্থলে।
তুমিও একবার তাকিয়ে দেখো -
পথের দাবিদারে শুষ্কতার মধ্যেই কচিকাঁচার দল ডাঙ্গগুলি খেলে।


তোমার অবনত সুরে অবরোহী যাত্রা শুরু হোক...