হঠাৎ করেই একদিন -
টালমাটাল সময়ের প্রতিচ্ছবির বার্তালাপ,
উঠানের দুপুর রোদে সেদিন মিলেছিলাম আমার আঁচল।
নুড়ি-কাঁকড়ের সখ্যতা, হাতা খুন্তির জীবন্ত রূপ,
ভোরের জীবন বন্দনায় মুড়ে নিয়ে ফ্রেমের সীমাবদ্ধতায় -
আমার দিন এবং রাত টাঙ্গিয়ে রেখেছিলাম।


এক গুপ্ত অজানা সিঁড়ির আগা একদিন দেখলাম আকাশে মুখ লুকোচ্ছে,
দু এক পা এগিয়ে সেই সিঁড়ির হাতলে রেখেছি আমার বিশ্বাসী নবীন হাত।


তালুতে আঁকা -বাঁকা চাঁদ খুঁজতে চায় পরিচয়,
থরথর পায়ে মোমবাতির আলোয় নিজেকে একটু চেনা,  
একটু খুঁজে নেওয়া, আর সব পাওয়া ছেড়ে গভীরতায় মিশে যাওয়া।
দরিদ্র সম্বলিত এইটুকু গহীনতা আজ আমার মনন জুড়ে অধীন,
বিদ্যুতের প্রবাহে খেলে যায় সেই ভাবনার অগুছালো বেশভূষনে।


হঠাৎ করেই একদিন - পেয়ে যাই শব্দ-কারিগরের খাতা।
বিরাট সমাবেশে আজ আমিও একজন বক্তা,
হাত টেনে ধরলেই কথারা ঝর্ণাধারা হয়ে গড়িয়ে পড়ে।
আমার দিন ও রাত হাঁটুগেড়ে বসে বিস্ময়ে,
ঠিক তখনই শব্দরা কবিতার প্রাসাদ গড়ে নেয়।
12/07/2016