এমন একটা বর্ষা চাই
ভেজা তুলোর মত সমস্তটুকু শুষে সিক্ত হব।


ভেসে ভেসে জনসমুদ্রে পার হতে হবে,
তাই গভীর জলে বালিহাঁসের কাছে শিখছি ভেসে থাকা।


আমি চাই না সেই হাত আমায় ছুঁয়ে যাক,
যে হাতে আমি রেখেছি ফুলেরতোড়া।


আমার একটু জ্বলন্ত উচ্ছাস চাই,
ফেটে যাক হৃদয়ের ব্যাকুলতা ভালবাসার বিস্ফারণে।


বসন্তোৎসবে তোমার দেওয়া রঙ দিও,
রঙ্গিন ভালবাসায়, ভুবনপারে সূর্য অস্তমিত হোক।


13/07/2016